৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

কবিতা

অভিযোগ
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০১৯
কবিতা

অামি স্বাধীনতার কথা বলতেছি।।
লেখক : মোঃসিরাজুল ইসলাম

ছাত্র,বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ,শিমুলবাড়ি।
অামি অামার দেশের স্বাধীনতার কথা বলতেছি,,
অামি ১৯৫২ এর ভাষা অান্দোলন থেকে ১৯৭৫ এর ১৫ই অাগষ্ঠের কথা বলতেছি,,
অামি অামার নতুন প্রজন্মের কাছে বলতে চাই,
অামার দেশের স্বাধীনতার কথা,
অামি বলতে চাই ৩০ লক্ষ শহীদের কথা,যারা এই দেশকে ভালোবেসে জীবন দিয়েছেন,
অামি সেই শহীদের কথাই বলতেছি,
যারা ১৯৫২এর ভাষা অান্দোলন থেকে শুরু করে ৫৪এর যুক্তফ্রন্ট নির্বাচন,৫৮এর সামরিক শাসন বিরোধী অান্দোলন,,
৬৬এর ৬-দফা,৬৯এর গনঅভ্যুথ্যান,৭০এর নির্বাচন এবং৭১এর স্বাধীনতায় যারা দেশকে ভালোবেসে জীবন দিয়েছেন,

অামি সেই শহীদ ভাইদের কথাই বলতেছি,,
অামি বলতে চাই, সেই টুংগীপাড়ার রাখাল রাজার কথা,,
যিনি ভালোবাসা দিয়ে জয় করেছিলেন এই বাংলা,
যার বর্জকন্ঠে ভেসে উঠেছিল স্বাধীনতার কথা,,
অামি বলতে চাই,জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা,,
যিনি অামাদের মাঝে এনে দিয়েছেন লাল- সবুজের একটি স্বাধীন পতাকা,,
অামি অামার নতুন প্রজন্মকে বলতে চাই,
অামরা কী?কখনো ভেবেছি, ৭৫-১৫ই কথা,
যে দিন পরিবারের ১৮জন সহ হত্যা করা হয়েছিল জাতীর জাতির কে, সেদিনের কথা।
ভাবই বা কেন,অামরা তোঈ এখন বসবাস করছি প্রতিযোগিতার যুগে,ভুলে গেছি অামাদের ইতিহাসকে,,
অামি বলতে চাই,অাসুন অামরা সবাই,
অামাদের দেশের স্বাধীনতার কথা বলি,
নতুন প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস জানতে উজ্জীবিত করি,,
সুখি -সমৃদ্ধ, সোনার বাংলাদেশ গড়ি। ধন্যবাদ,
প্রিয় পাঠক মোবাইল নং01706842308

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031