স্টাফ রিপোর্টারঃ শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু
গাইবান্ধার পলাশবাড়ীতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করলেন চেয়ারম্যান প্রার্থী একেএম মোকছেদ চৌধুরি বিদ্যুৎ।
শুক্রবার সন্ধ্যায় পলাশবাড়ী উপজেলা নির্বাচন কার্যালয়ে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
এইদিকে একইদিনে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করলেন চেয়ারম্যান প্রার্থী মোঃতৌহিদুল ইসলাম মণ্ডল।
পলাশবাড়ী উপজেলা নির্বাচন কার্যালয়ে নিজ হাতে মনোনয়ন সাবমিট বাটনে ক্লিক করেন তিনি।
এসময় তাদের নিজ নিজ কর্মী, সমর্থকসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দুই প্রার্থীই মোটর সাইকেল মার্কা চয়েজ দিয়েছেন।