শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু: গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সাধারণ আসনের উপ নির্বাচনে নির্বাচিত সদস্য মো. আল আমিন এর শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার পলাশবাড়ি উপজেলা পরিষদ সভা কক্ষে নব নির্বাচিত ইউপি সদস্যের শপথ বাক্য পাঠ করান পলাশবাড়ি উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন, পলাশবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ আজমিরুজ্জামান, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা, পলাশবাড়ী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদ, রিপোটার ইউনিটির সভাপতি আশরাফুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শপথ শেষে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান ইউপি সদস্যর উদ্দেশ্যে বলেন, আপনি জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, আজকের শপথ বাক্যের প্রতিটি কথা আপনাকে মেনে চলতে হবে। সরকারের নিয়ম কানুন মেনে এলাকার উন্নয়ন এবং সরকারের সকল কাজে সহায়তা করার আহবান জানান।