স্টাফ রিপোর্টার,শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করতে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক দুই বারের সফল ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল।
১৭ই এপ্রিল/২৪ ইং বুধবার দুপুরে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি পদত্যাগ পত্র জমা দেন। তিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করার লক্ষ্যে ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন।
পদত্যাগের এ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান।
উল্লেখ্য,তৌহিদুল ইসলাম মন্ডল পলাশবাড়ী পৌর শহরের গিরিধারীপুর গ্রামের বাসিন্দা মৃত গোলাম মোস্তফা মন্ডলের পুত্র এবং তার গ্রামের বাড়ী ৫নং মহদীপুর ইউনিয়নের বিশ্রামগাছী। তিনি উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।।