
সোহাগ সওদাগর, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি-বরগুনাঃ
চোখাচোখি হতে যেয়ে
—-মাহবুব হাসান জুয়েল
————————————-
দেখতে পাইনে প্রত্যুষের আবছায়ায়।
বিকেলের তীর্যক রশ্মি উৎপাতের মতো লাগে,
পাপড়িগুলোয় আলোছায়ার উৎপাত।
দুপুরের কড়া রোদে তো সম্ভবই নয়।
যুৎসইভাবে দেখার জন্য-
কখনো এপাশে আড়চোখে,
কখনো অন্যপাশে,
মনে মনে ঘুরে আসি তোমার চতুর্দিক।
মুহুর্তেই গুটিশুটি ভাব-
যেন আমি অমন লোকই নই।
ঘরে মনে হয় – এখানে অন্ধকার, বাইরে ভালো।
বাহিরে দেখি ঝলসানো রোদ!
না ঘরে, না বাইরে-
চোখাচোখি হতে পারি না।
সুতা টেনে পাতা নামিয়ে দেয়
মোনের আড়ালে বসা আড়ষ্টতা,
পুতুলের চোখের মত।
ভালো বাসলে চোখে চোখ রাখা যায় না
কী যেন আবছায়া নেমে আসে চারপাশে।
ভালো বাসলে তোমাদেরো কী এমন হয়
যে চোখের মায়ায় পড়ি সেই চোখ ভরে ছলনায়?