৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

নন্দীগ্রাম ৪৬টি মন্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি

অভিযোগ
প্রকাশিত অক্টোবর ১০, ২০২৩

স্টাফ রিপোর্টার, বগুড়াঃবগুড়ার নন্দীগ্রামে ৪৬টি মন্ডপে দূর্গা পুজার আয়োজন চলছে। হিন্দু সম্প্রদায়ের বৃহৎ উৎসব দুর্গাপুজাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে কারুশিল্পীরা। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় উৎসব দুর্গাপূজা ২০ অক্টোবর শুরু হবে।

উৎসব চলবে ৫দিন ধরে। আর এই উৎসবকে ঘিরে দেশের অন্যান্য স্থানের ন্যায় বগুড়ার নন্দীগ্রামে ও চলছে ব্যাপক প্রস্তুতি। মন্ডপে মন্ডপে চলছে প্রতিমা তৈরীর কাজ। সেই সঙ্গে প্রতিবারের ন্যায় প্রতিটি পূজা মন্ডপের সামনে নানান সাজে নির্মাণ করা হচ্ছে এক একটি গেট।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, এবার উপজেলার ১টি পৌরসভা সহ উপজেলার ৫টি ইউনিয়নে ৪৬টি স্থানে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।

সেগুলো হলো ধুন্দার, দাসগ্রাম, বুড়ইল, দামগাড়া, রনবাঘা, আলাইপুর, হাটুয়া, সিমলা, আলাইপুর দক্ষিণ পাড়া, পারনাগর, নাগরকান্দী, মুলকুরী, মহাকুড়ি, মাটিহাস, গনকপুকুর, মাটিহাস পূর্বপাড়া, মাটিহাস শিববাড়ী, মাটিহাস মহন্ত পাড়া, মাটিহাস দক্ষিণ পাড়া, ছোট কঞ্চি, ছোট কঞ্চি রাজবিহারী বৃকঞ্চি পাথারীয়া, বৃকঞ্চি দক্ষিণ পাড়া, চৌদিঘী, বামন গ্রাম, আমড়া গোহাইল, কয়ার পাড়া, চককয়া, চাঁনপুর উত্তর পাড়া, চাঁনপুর দক্ষিণ পাড়া, চাঁনপুর পূর্বপাড়া, থালতা থালতেশরী, হাটকড়ই,পুনাইল, কল্যান নগর,মালঞ্চী, কাথম, চাকলমা,গুন্দইল মধ্যপাড়া, গুন্দইলউত্র পাড়া, বৈলগ্রাম মোদকপাড়া, নন্দীগ্রাম রাধাগোবিন্দ, নন্দীগ্রাম বারোয়ারী, কালিকাপুর, নন্দীগ্রাম কলেজ পাড়া সহ ৪৬ টি স্থানে অনুষ্ঠিত হবে। তবে উপজেলা প্রশাসন যে কোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সচেষ্ট রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানিয়েছেন, প্রতিমা তৈরির কাজ প্রায় শেষের দিকে। এখন শুধু রং করা বাকি। এ প্রসঙ্গে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল চন্দ্র মহন্ত বলেন, সবচেয়ে বড় উৎসব দূর্গা পুজা উপলক্ষে সব হিন্দুধর্মীয় নারী-পুরুষরা ব্যাপক আনন্দ উল্লাস করবে বলে মনে করেন তিনি।

Please Share This Post in Your Social Media
April 2024
T W T F S S M
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30