স্টাফ রিপোর্টার বগুড়াঃএকজন পরিশ্রমী আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন মায়া। বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের কুশাবাড়ী গ্ৰামের ডাঃ একরাম হোসেনের ছেলে মোফাজ্জল হোসেন মায়া।বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বাবার হাত ধরে মিছিল মিটিং সহ বিভিন্ন সাংগঠনিক কাজে সময় দিয়ে অতি অল্প বয়সে ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত মধ্যে দিয়ে তার দাপ্তরিক পথচলা শুরু করেন মায়া। মোফাজ্জল হোসেন মায়া যেভাবে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হলেন, কুশাবাড়ী গ্ৰামের বাড়ীতে প্রাইমারি শেষ করে ১২ বছর বয়সে ভর্তি হন নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্ৰাম ইউনিয়নের নিমাইদীঘি উচ্চ বিদ্যালয়ে,সেখান থেকেই তার নন্দীগ্রামে রাজনীতির সাথে যোগাযোগ শুরু পরে এসএসসি শেষ করে ভর্তি হন গাইবান্ধা কৃষি ডিপ্লোমাতে সেখানেও তিনি বসে থাকেননি শিক্ষা জীবনে গাইবান্ধা কৃষি ডিপ্লোমাতে ছাত্র সংসদের আওয়ামী লীগ প্যানেলে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। কুন্দগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও যুবলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।যেখানেই থাকুক থালতা মাজগ্রাম সহ নন্দীগ্রাম আওয়ামী লীগের সাথে তার যোগাযোগ ছিলো অত্যান্ত নিবিড়।শিক্ষা জীবনেই তিনি নন্দীগ্রাম উপজেলার ভোটার ও নাগরিক হয়ে যান।এরপর তৃণমূলে দীর্ঘ কঠোর পরিশ্রমের পর নন্দীগ্রাম ৪নং থালতা মাঝগ্ৰাম ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি নির্বাচিত হন ।বর্তমানে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মায়া।স্থানীয়রা জানান, নন্দীগ্রাম উপজেলা ৫ টি ইউনিয়নের মধ্যে থালতা মাঝগ্ৰাম ইউনিয়ন একসময় বিএনপি জামাতের ঘাঁটি হিসেবে পরিচিত হলেও এখন আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত হয়ে নেতাকর্মীদের দখলে আছে এই ইউনিয়ন।তিনি এই ইউনিয়নে দল-মত নির্বিশেষে সর্বকালের শ্রেষ্ঠ জনপ্রিয়তা অর্জন করেছেন, তাকে দিয়ে কারো অমঙ্গল কিছু হয়না, এজন্য আমরা সবাই মায়াকে অনেক ভালোবাসি।সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন পর গত বছরের ২০২২ সালের ১৬ জানুয়ারি থালতা মাঝগ্ৰাম ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোফাজ্জল হোসেন । দায়িত্ব পাওয়ার পর থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবির দিকনির্দেশনায় ইউনিয়ন আওয়ামী লীগ কে সুসংগঠিত করছেন। কমিটির নেতা-কর্মীদের নিয়ে আন্দোলন, মিছিল-মিটিং করে নিজেদের শক্ত অবস্থানের কথা জানান দিচ্ছেন।আওয়ামীলীগের একজন কর্মী হিসেবে দলের জন্য অনেক ত্যাগ ও অবদান রয়েছে তার। দলের যেকোনো দু:সময় দল এবং দলের কর্মীদের জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন এই নেতা। তিনি নিজের সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে দলকে সর্বোচ্চ সহযোগিতা দেয়ার চেষ্টা করেন।অত্যন্ত নম্রভদ্র বিনয়ী ও সেবাকর্মী বান্ধব এই আওয়ামী লীগ নেতা মোফাজ্জল। স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা জানান, মোফাজ্জল হোসেন মায়া বঙ্গবন্ধুর আদর্শ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য রয়েছে অফুরান্ত্ম ভালোবাসা।তিনি এলাকার মানবসেবার এক উজ্জ্বল নক্ষত্র। তিনি এলাকায় দলীয় লোকজন ছাড়াও জনসাধারণ, শিক্ষক, ছাত্র ও সাধারণ মানুষসহ সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি। এই আওয়ামী লীগ নেতা ইতি মধ্যেই ইউনিয়নের সকল জনগনের নিকট প্রিয় ব্যাক্তি হয়ে ওঠেছে। তফসিল ঘোষণার পর আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে বিএনপি – জামাতের সহিংসতা, সন্ত্রাস, নাশকতা প্রতিহত করতে ওয়ার্ড ও ইউনিয়ন নেতা-কর্মীরদের নিয়ে মাঠে আছেন আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন মায়া। থালতা মাঝগ্ৰাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মায়া বলেন,আমার বলার কিছুই নাই,তবু্ও এটুকু বলবো মানুষের পরিচয় তার পারিবারিক শিক্ষা ও নিজের কর্ম, আমার ক্ষেত্রে আমি পারিবারিক ভাবে বঙ্গবন্ধুর আদর্শে বড় হয়েছি, আর নিজের কর্মের ক্ষেত্রে সবসময় মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করি, আপনারা সবাই আমাকে অনেক ভালোবাসেন সম্মান করেন, এতেই আমি অনেক খুশি, আমার জীবনে আর কিছুই চাওয়ার নাই, আপনার মাধ্যমে আমার থালতা মাজগ্রাম ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে একটি কথা বলতে চাই আসুন আমরা যে কোনো গুজবে কান না দিয়ে বাস্তবকে যাচাই করে এই ইউনিয়ন সহ দেশকে এগিয়ে নিতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি, আসুন সহিংসতার পক্ষে সমর্থন না দিয়ে একতাবদ্ধ ভাবে উন্নয়নের পক্ষে থাকি, সর্বপরি প্রতিহিংসার প্রতিযোগিতা না করে ভালোবাসার প্রতিযোগিতা করি, আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুন- আমিন জয় বাংলা জয় বঙ্গবন্ধু।