
প্রিয় মানুষীর আত্নার ঘ্রানি
মোঃ জান্নাত মোল্যা
এক নারীর প্রতি প্রেম
সে তো এক অদ্ভুত অনুভুতি।
পাগল বেসে রয়ে যায় সে প্রেম,
কখনো কান্না, কখনো হাসি,
আবার কখনো জাগে মনে আত্যসুদ্ধি।
অপরুপ সেই প্রেম
শেখায় বাসতে ভালো
শেখায় নতুন জীবনী,
সত্যই সেই মণ-রস্যতা
গড়ে যে নতুন কাহিনী।
ক্লান্ত হৃদয়েও ভরে ওঠে জলরাশি
দেখিলে তাহার হাসি,
পেয়েছি ঠাই, মনের কিনারায়,
যেন বাজে প্রেমের বাশি।
দেখে হাসি, মন বলে ভালোবাসি
এই তো প্রেমের সোধা।।
দেখতে এক নজর, মন হয় উজার
দেখাটা যেন মধু মিষ্টি।
তার চোখে পড়লে নজর,
সরে না চোখ দৃষ্টি।
হৃদয়ে বাধে প্রেম বাসা।।
কখনো গেলে দূরে
হৃদয় যায় পুরে
ছন্দ না খুজে পায়।
না হয় দেখা, না হয় কথা
দুঃখে রয় হৃদয়।
আসবে ফিরে, রয় আশা।।
ফের আসবে ফিরে
রাখবে মনের গভীরে।
হাক ছাড়বে হৃদয়, ফের যে না সয়,
যদি চলে যেতে চায় দূরে।
যদি চলে যেতে চায় দূরে,
তবে অন্তর যাবে পুরে,
সহ্য না হবে সে ক্ষন।
শুধু একটা কথাই
ঘুর পাখ খায়,
কবে যে হায়,
পাবে সেই মন খানি।
ঘুচে যাবে ঘ্রাণ,
ফিরে পাবে প্রান,
মন পাবে তার
প্রিয় মানুষীর আত্নার ঘ্রানি।।