অনলাইন ডেস্ক কলকাতা থেকে : গত ১৭.০৬.২০৩ তারিখ কৃষ্ণ পদ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে, জাতীয় সাংস্কৃতি পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের “নজরুল জয়ন্তী”। আম ও লিচু উৎসব। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন জানিয়ে কবির মূর্তিতে মাল্যদান-পুষ্প অর্পণ পূর্বক,আম ও কাঁঠাল গাছের গোড়ায় জল দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
সে সময় উক্ত অনুষ্ঠানে সারা পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ ও নেপালের শতাধিক কবি সাহিত্য এ গুণীজন আম নিয়ে অনুষ্ঠানে যোগদান করেন।
উক্ত অনুষ্ঠানে সম্পাদক চন্দ্রনাথ বসু প্রত্যেকে গাছ লাগাতে বলেন এবং সকলের হাতে চারাগাছ তুলে দেন।চারজন সংগঠনের কাছ থেকে আম ,কাঁঠাল , লিচু ও লেবুগাছ দত্তক নেয় । উক্ত অনুষ্ঠানের উদ্বোধন ছিলেন কবি আরণ্যক বসু। বিশিষ্ট গুনীজন ও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের সম্মান জানানো হয়।
উক্ত সম্মান জানান অনুষ্ঠানের চেয়ারম্যান বিউটি দাশ ও সহ সভাপতি দীপ্তি মুখার্জি, অতিথির আসন অলংকৃত করেন, বরুন চক্রবর্তী, আব্দুল করিম আম প্রতিযোগিতায় সেরা পাঁচ জনকে সেরা সম্মাননা দেওয়া হয় ।
অনুষ্ঠানটিতে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন মকুল চক্রবর্তী, এবং সংগীত পরিবেশন করেন পার্থ বসু, রাখী রায় , সেখ মনিরুদ্দিন।
অনুষ্ঠানে আমের গুণাগুণ নিয়ে আলোচনা করেন ডঃ সমীর শীল, এতে বিশেষ সম্মাননা দেওয়া হয় রঞ্জনা গুহ , ডা: সীমা রায় , মসুদেষ্ণা বি চৌধুরী , মণিকর্ণিকা ভারতী , মানব মুখার্জি, অজয় ভট্টাচার্য, নাজনিনা সুলতানা, খালিদা খাতুন ও অপূর্ব কুমার গাঙ্গুলীকে।
পূণ অনুষ্ঠানটি সুন্দর ভাবে সঞ্চালনা করেন মধুমিতা ধূত
সকল অতিথিদের আপ্যায়ন করেন বিশিষ্ট চিত্রশিল্পী সৈকত খাঁড়া।
সবশেষ সভাপতি পান্না দাস উপস্থিত সকল গুণিজন এবং অতীথি দের সকলকে শুভেচ্ছা জানান। পরে জাতীয় সংগীত পরিবেশন করেন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন চন্দ্রনাথ বসু।