
পুনম শহরীয়ার ঋতু
রাত গুলি সব হারিয়ে যাচ্ছে
রোদ্রের তিব্র জ্বলনে
আবেগ গুলি মুক্ত হতে চায়
শিকল বন্দী খাঁচা থেকে
তোমার না দেখা অস্তিত্ব
আমার পালা বদলের দিন শেষে
একটু বিশ্রাম নিতে চাই
যৌবনের তারুণ্য মাখা, পদ্নার পারে
তোমার কথা খুব বেশি মনে পরে
দিন শেষে যখন তুমি,ফিরে যেতে
প্রথম প্রহরের স্মৃতিময় কাব্যে
আমি যানি,তুমি বেমালুম ভুলে যাও
কিশোরী রাতের চোখে
এখন আর আমি স্বপ্ন চড়ুই খুজিনা
মিথ্যেরা সব
দু মুখো সাপের মতো
পাজ্বর ভাঙ্গা বুকের কোণে
ক্রমশ ছোবল দিয়ে যাচ্ছে
আহত হতে আসিনি
ফিরিয়ে দিতে চাই, তোমার অবক্ষান্ত ভালোবাসা
ঋতু
১৮/০৮/০১৯