৩০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ৮ই রমজান, ১৪৪৪ হিজরি

কার্তিক আরিয়ান ভক্তদের জন্য চমক!

অভিযোগ
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২২
কার্তিক আরিয়ান ভক্তদের জন্য চমক!

 

বিনোদন ডেস্ক: প্রকাশ পেল বলিউডের নতুন প্রজন্মের তুমুল জনপ্রিয় নায়ক কার্তিক আরিয়ান ও আলিয়া এফ অভিনীত ‘ফ্রেডি’ সিনেমার আরেক নতুন পোস্টার। যদিও প্রথম পোস্টারেই নজর কেড়েছিল সিনেমাটি। এখন সবাই এই সিনেমার মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। এরই মধ্যে প্রকাশিত হয়েছে ‘ফ্রেডি’ সিনেমার প্রথম গান ‘কালা জাদু’র টিজার।

তবে পোস্টার হোক বা প্রথম গান, কোথাও-ই কার্তিক ছাড়া অভিনেত্রীকে দেখা যায়নি। এবারের পোস্টারেই প্রথম ঝলক মিলল আলিয়া এফের। তার চরিত্রের নাম কায়নাজ ওরফে ‘ফ্রেডির অবসেশন’। নতুন পোস্টার আপাতদৃষ্টিতে রোমান্টিক বটে, কিন্তু সাদা কালো অবয়বের অন্দরে রয়েছে বেশ ধূসর পরত, তা বলাই বাহুল্য। এখানেও কার্তিকের হাতে রক্তাক্ত গ্লাভস দেখা গেছে।

দর্শকরা এরই মধ্যে আগ্রহ প্রকাশ করেছেন সিনেমাটি দেখার জন্য। কারণ ভালোবাসা, বিয়ে, বিশ্বাসঘাতকতার জন্য এবং সর্বোপরি কায়নাজের জন্য কী কী করতে পারে ‘ফ্রেডি’তে তা দেখা যাবে। কার্তিক আরিয়ান ও আলিয়া এফ অভিনীত এই ছবি ২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘ডিজনি প্লাস হটস্টার’-এ। কার্তিক আরিয়ান এখন বলিউডের হার্টথ্রব। একের পর এক হিট ছবি তার ঝুলিতে। এই বছরের প্রথম বলিউড ব্লকবাস্টার এসেছিল কার্তিক আরিয়ানের হাত ধরে। অন্যদিকে, আলিয়া এফ প্রথম ছবি ‘জওয়ানি জানেমান’ ছবিতে তার অভিনয় দক্ষতা দেখিয়েছেন।

কার্তিক আরিয়ানকে এরপর দেখা যাবে ‘শেহজাদা’, ‘আশিকি ৩’ ও কবীর খানের নাম ঠিক না হওয়া ছবিতে। এছাড়া হংসল মেটার ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’ও রয়েছে তার ঝুলিতে। অন্যদিকে আলিয়া এফ অভিনীত অনুরাগ কাশ্যপের ‘অলমোস্ট পেয়ার উইথ ডিজে মহব্বত’ ছবির শিগগিরই প্রিমিয়ার হবে একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

Please Share This Post in Your Social Media
March 2023
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031