৩০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ৮ই রমজান, ১৪৪৪ হিজরি

~ মাতৃভূমি ~ পিনাকী গাঙ্গুলী

অভিযোগ
প্রকাশিত মার্চ ২৭, ২০২২
~ মাতৃভূমি ~  পিনাকী গাঙ্গুলী

~ মাতৃভূমি ~

পিনাকী গাঙ্গুলী

ভারত আমার মাতৃভূমি
ভারত আমার মা
বিশ্ব জুড়ে যতই খোঁজো
নেই কো তুলনা ।

মুনি ঋষির দেশ যে মোদের
তবুও সকল ধর্ম
থাকছে মিশে , মিলে মিশে
নেই কলহ কর্ম ।

নানান জাতির নানান ভাষা
হরেক রকম রীতি
এরই মাঝে আমরা মহান
নেই কোন বিচ্যুতি ।

গোমুখ থেকে গঙ্গা মাতার
পবিত্র প্রবাহ
শুচি সুদ্ধ হচ্ছি মোরা
করলে অবগাহ ।

ধবল গিরির উচ্চ শিখর
শেখায় উচ্চ শির
সুভাষ চন্দ্র বীর বরেন্য
ভারত শ্রেষ্ঠ বীর ।

রবীন্দ্র নাথ , কাজী নজরুল
আছেন সত্যজিৎ
এরাই হলেন স্তম্ভ মোদের
ভারত মাতার ভীত । ।

Please Share This Post in Your Social Media
March 2023
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031