২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

কবিতা

অভিযোগ
প্রকাশিত ডিসেম্বর ২, ২০১৯
কবিতা

মুজিব! দিলওয়ার
মৃধা মুহাম্মাদ আমিনুল

জননী! ও জননী!
বঙ্গ জনক উদায় কোন কামিনী?
অমোঘ পয়দা – সর্বদা অদিষ্টবান,
নির্জন শঙ্কা ভীতি , নাদারা ম্রিয়মাণ।
কেমন ছিলেন ছাবাল কি রকম?
নিপুনতা কার্যে চরিত্র দিল উত্তম।

বিচক্ষন, উদ্দিপন বিশিষ্ট দিলওয়ার,
বৈরী’র বিরুদ্ধে সদা যুদ্ধে জোরওয়ার।
অকৃতিম মন সর্ব মনোরথ তাজ্জব,
বিনয় -নতি -ম্লান- ভদ্র শিষ্ট মানব।
অরী সঙ্গে প্রতিকার সদা সর্বদা,
আপন পন্থায় উপেক্ষা বিগ্ন বাধা।

পরাধীন বঙ্গ কোন দক্ষতায় স্বাধীন?
যা হোক, বঙ্গ হাপন – তয়না ঋন
মনন অন্নেষনে বাড়ায় বাড় প্রসাদ,
দূর করন, শোষন পীড়া বিষাদ।
বহু দিন-কাল পর ৭ মার্চ ভাষনে,
উৎসাহিত বঙ্গ মানব, নামো রনে।

বাকরুদ্ধ আর নয় – কিশে কি শঙ্কা,
থাতে মোদের নিচ্চয় এ আখাঙ্কা।
যুদ্ধে স্বাধীন গ্রহন করে বঙ্গ মানুষ,
জনকের পরিবার নেই, হারায় হুশ!
কুল – মুলুক নিস্কৃতি কজায় সপ্ততল,
দিব্যি খাচলাত কুর্নিশ খ্যাতি চিরকাল।

মুক্ত পরিবেশে – বসবাসে যার অবদান,
তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

Please Share This Post in Your Social Media
April 2024
T W T F S S M
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30