২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কালের বিবর্তন

admin
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৩
কালের বিবর্তন

Sharing is caring!

কালের বিবর্তন
হৃদয় বোস

পেরিয়েছি বাইশ বছর,
আজও তবু দিব্যি দাঁড়িয়ে আছি তোমাদেরই সন্মূখে।
যেখান থেকে আমি এই বিশ্বটাকে দেখতে শিখেছি,
দেখেছি কালের বিবর্তন,
চাটুক,ছেচড়া ,বিশ্বাসঘাতকতগুলোকে,
দেখেছি খোলামেলা-সাদাসিধে ধাঁচের মানুষগুলোর আর্তনাদ।
আহ্ কি সস্তাই না মানুষ ভাবে এদের,
বুক পকেটে পরে থাকা অচল খুচরোর ন্যায়।
তবে আর সব ঠিকঠাকই আছে,শুধু –
নেই মধ্য রাতের চা বিক্রেরা রহিম মামা।
মহাকালের বাসিন্দা অথচ ক-দিন আগেও প্লাটফর্ম এর পাশে চা বানাতেন।
আমায় বলতেন,
ভাগিনা”পরালেখা কেমন চলে।সত্যি তুমি একদিন মানুষ হবা।মা-বাবার সব সময় খেয়াল রাইখো বাপ”।
দীর্ঘ একুশ কেটে গেলো,
আজ সব স্মৃতি হয়ে এখন বুঝি সবার মনেই আছে।
আর বুঝি ভেসে যাবে সকল সুখ।
তাদের হাসি গুলো আজ রং হীণ,বিবর্ণ, ধোঁয়াটে।
অবশ্য কালের বিবর্তনে সবাই আছে,
শুধু নেই রহিম মামা।