কালের বিবর্তন
হৃদয় বোস
পেরিয়েছি বাইশ বছর,
আজও তবু দিব্যি দাঁড়িয়ে আছি তোমাদেরই সন্মূখে।
যেখান থেকে আমি এই বিশ্বটাকে দেখতে শিখেছি,
দেখেছি কালের বিবর্তন,
চাটুক,ছেচড়া ,বিশ্বাসঘাতকতগুলোকে,
দেখেছি খোলামেলা-সাদাসিধে ধাঁচের মানুষগুলোর আর্তনাদ।
আহ্ কি সস্তাই না মানুষ ভাবে এদের,
বুক পকেটে পরে থাকা অচল খুচরোর ন্যায়।
তবে আর সব ঠিকঠাকই আছে,শুধু -
নেই মধ্য রাতের চা বিক্রেরা রহিম মামা।
মহাকালের বাসিন্দা অথচ ক-দিন আগেও প্লাটফর্ম এর পাশে চা বানাতেন।
আমায় বলতেন,
ভাগিনা"পরালেখা কেমন চলে।সত্যি তুমি একদিন মানুষ হবা।মা-বাবার সব সময় খেয়াল রাইখো বাপ"।
দীর্ঘ একুশ কেটে গেলো,
আজ সব স্মৃতি হয়ে এখন বুঝি সবার মনেই আছে।
আর বুঝি ভেসে যাবে সকল সুখ।
তাদের হাসি গুলো আজ রং হীণ,বিবর্ণ, ধোঁয়াটে।
অবশ্য কালের বিবর্তনে সবাই আছে,
শুধু নেই রহিম মামা।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.