
পলাশ কান্তি নাথঃ
চট্টগ্রামে ২০০৬ সালের একটি ডাকাতির ঘটনায় ১৭ বছর সাজাপ্রাপ্ত আসামি ফুল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। ৮ জুন ২০২৩ বৃহস্পতিবার নগরীর চকবাজার থানাধীন জামালখান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ফুল মিয়াকে।খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফুল মিয়াকে জামাল খান এলাকা থেকে গ্রেফতার করা হয়। ফুলমিয়া লালখান বাজার বাঘঘোনা এলাকার একটি ডাকাতি মামলায় ১৭ বছরের কারাদণ্ড পাওয়া আসামি। এরআগে গত বুধবার একই মামলায় ১৭ বছর কারাদণ্ড পাওয়া আরেক আসামি শামীম ওরফে বিহারী শামীম ওরফে বিহারী গুড্ডুকে গ্রেফতার করা হয়েছিল।২০০৬ সালের ৩০ জানুয়ারি মুখোশধারী ডাকাতদল নগরীর লালখান বাজারের বাঘঘোনা মোড়ের একটি বাড়িতে ডাকাতি করে। ওই ঘটনায় মামলা হয় খুলশী থানায়। ওই মামলায় ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত ফুল মিয়াসহ তার সহযোগীদের দোষী সাব্যস্ত করে ১৭ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আদালত ফুল মিয়াসহ আসামিদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন। ওই সাজা পরোয়ানামূলে ফুল মিয়াকে গ্রেফতার করা হয়।