২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাই সোনা সহ দুবাই ফেরত এক যাত্রী আটক

Weekly Abhijug
প্রকাশিত জুন ৫, ২০২৩
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাই সোনা সহ দুবাই ফেরত এক যাত্রী আটক

পলাশ কান্তি নাথঃ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা আবদুল করিম সজন নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১১৬ গ্রাম ওজনের একটি সোনার বার, ৭৪৬ গ্রাম ওজনের ১২টি লম্বা দণ্ড আকৃতির সোনা, ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার, ৩টি মোবাইল ফোন এবং ২টি ল্যাপটপ জব্দ করা হয়।৪ জুন রবিবার  সকাল সাড়ে ৮টার দিকে কাস্টমস গোয়েন্দা ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) সদস্যরা তাকে আটক করেন।কাস্টমস গোয়েন্দারা জানিয়েছেন, আটক যাত্রী সজন ফ্লাই দুবাইয়ে এফজেড-৫৬৩ ফ্লাইটে করে সকাল ৮টা ১০ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান।চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশীর আহমেদ জাতীয় সাপ্তাহিক অভিযোগ পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।বশীর আহমেদ বলেন, জব্দ লম্বা দণ্ড সদৃশ সোনাগুলো লাগেজের দরজার কব্জার ভেতরে ঢুকিয়ে সুকৌশলে বহন করছিলেন। আটক ব্যক্তির বিরুদ্ধে মুদ্রাপাচার ও চোরাচালান আইনে মামলা করে পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।তিনি আরো বলেন চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে স্বর্ণ চোরাচালান বন্ধে আমরা জোর তৎপর আছি।আমাদের টিম সার্বক্ষণিক বিচক্ষণ নজরদারিতে আছে।

Please Share This Post in Your Social Media
September 2023
T W T F S S M
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

টাঙ্গাইলে ইয়াবাসহ ইউপি সদস্য আটক —————————————————— হামিদ আল মামুন রানা স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে পাঁচ হাজার তিনশত ৮০ পিস ইয়াবাসহ ইউপি সদস্য ও এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪। শনিবার (১ এপ্রিল) ভোর রাতে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাশের গোল চত্ত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- দিনাজপুরের বিরামপুর উপজেলার বিজুল কঞ্চিগাড়ি গ্রামের মৃত নজিবুদ্দিনের ছেলে দিওর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আকরামুল হক (৪৭) ও দিওর গ্রামের মো. ওয়াজেদের ছেলে মো. মোক্তার হোসেন (২৮)। বিষয়টি নিশ্চিত করে শনিবার বিকেলে র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার (৩১ মার্চ) মাঝরাতে গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন দুই জন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্যের একটি চালান নিয়ে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ের গোল চত্ত্বর মোড় এলাকায় অবস্থান করছে। তারপর শনিবার ভোর রাতে র‌্যাবের একটি দল উক্ত স্থানে থেকে তাদের আটক করা হয়। এ সময় মোক্তার হোসেনের হাতে থাকা একটি শপিং ব্যাগ হতে পাঁচ হাজার তিনশত আশি পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য এবং তারা মাদক ব্যবসা পরিচালনা করার জন্য প্রতিনিয়ত অভিনব কৌশল অবলস্বন করত। তারা ঢাকা মহানগর থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে দিনাজপুর জেলাসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রয় করে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় মামলা করা হয়েছে।