সাতকানিয়া প্রতিনিধি
মোহাম্মদ হোছাইন
সাতকানিয়া থানা পুলিশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তল্লাশি চৌকি বসিয়ে জামাল হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছেন। এ সময় পুলিশ তার দেহ তল্লাশি করে দেশীয় তৈরী একটি এক নলা বন্দুক (এলজি) ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। গত শুক্রবার রাত ১২ টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের খুনি বটতল এলাকায় সিএনজি চালিত অটোরিকশা থামিয়ে যুবকের দেহ তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার জামাল উপজেলার ঢেমশা ইউনিয়নের ৯নং ওয়ার্ড চৌধুরী হাট এলাকার মজুর বাপের বাড়ির মোবারক হোসেনের ছেলে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছির আরাফাত জাতীয় অভিযোগ পত্রিকাকে বলেন, গ্রেপ্তারকৃত জামাল সিএনজি চালিত ট্যাক্সি চালিয়ে কেরানীহাট এলাকা থেকে মৌলভীর দোকান এলাকায় যাচ্ছিল। এ সময় তল্লাশি চৌকিতে ডিউটিরত পুলিশ, জামালের দেহ তল্লাশি করে দেশীয় তৈরী একটি বন্দুক ও গুলি উদ্ধার করে। তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত বলেন আজ (শনিবার) সকালে তাকে রিমান্ডের আবেদন করে আদালতে সোপর্দ করা হয়েছে।