
স্টাফ রিপোরটার টাঙ্গাইল : বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
সভাপতি: জনাব জসিম উদ্দিন হায়দার জেলা প্রশাসক টাঙ্গাইল।
তারিখ ১০ এপ্রিল ২০২৩
সময় সকাল ১০ঃ৩০ টা
স্থান: জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ
আয়োজনে :জেলা প্রশাসক টাঙ্গাইল।
বাংলা নববর্ষ ১৪৩০ যথাযজ্ঞ মর্যাদায় উদযাপনের নিরিখে জাতীয় সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য এবং পবিত্র মাহে রমজানকে সামনে রেখে বাঙালির অসাম্প্রদায়িক চেতনার একমাত্র অনুস্ঠান পহেলা বৈশাখ কে উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
যেহেতু মাহে রমজান এবং পহেলা বৈশাখ শুক্রবার থাকায় অনুষ্ঠানকে সীমিত আকার পালন করার প্রস্তুতি গ্রহণ করা হয়।
এই উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা মঙ্গল শোভাযাত্রা রেলি,
বাঙালি পোশাকে বর, কনে, গরুর গাড়ি ,মাতাইল,
পালকি, ঢাক ঢোল, বাঙালির ঐতিহ্যের প্রতিকৃতি নিয়ে রেলিতে অংশগ্রহণ করার আহবান করা হয়।