২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

এডভোকেট আবদুন নুর দুলালের সাংবাদিকদের সাথে মতবিনিয়ম

Weekly Abhijug
প্রকাশিত জুলাই ১৭, ২০২৩
এডভোকেট আবদুন নুর দুলালের সাংবাদিকদের সাথে মতবিনিয়ম

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি:বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও আওয়ামীলীগ নেতা এডভোকেট আবদুন নুর দুলাল গত শনিবার রাতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। চাটখিল পৌর শহরে স্থানীয় একটি চাইনিজ রেস্টেুরেন্টে এই মতবিনিময় সভায় চাটখিল ও সোনাইমুড়ীতে কর্মরত সাংবাদিকরা অংশ্রহন করেন।

মতবিনিময় সভার শুরুতে তিনি সাংবাদিকদের কাছ থেকে দেশের উন্নয়নের জন্য বিভিন্ন প্রশ্ন গ্রহন করেন। পরে নিজের বক্তব্যে এসব প্রশ্নের জবাব দেন। তিনি দীর্ঘ ৩০মিনিট ধরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে অদ্যাবধি দেশের বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরে বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু স্বাধীনতার যে চেতনা ছিল তা এখনো বাস্তবায়ন হয়নি। তিনি বলেন একটা স্বাধীন দেশ পরাধীন দেশের আইন দিয়ে চলতে পারে না। স্বাধীনদেশের উপযোগী প্রশাসন কাঠামো আজও গড়ে উঠেনি। স্বাধীন দেশেরউপযোগী আইন ও প্রশাসন গড়ে উঠলে মানুষ ন্যায় বিচার পাবে। এদে দিনের পর দিন ধনী-দরিদ্র্যের বৈষম্য কমে আসবে। কিছু দূর্নীতিবাজ রাজনীতিবীদ ও বড়-বড় সরকারি কর্মকর্তাদের দূর্নীতির কারণে দেশের যে পরিমান উন্নয়ন হওয়ার কথা ছিল তা হয়নি। এব্যাপারে তিনি দেশের সকল রাজনীতি দলের নেতাদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন এবং গত ১৫ বছরে দেশের অনেক উন্নয়নও হয়েছে সত্য তবে কিছু দূর্নীতিবাজ নেতাকর্মীর আচার-আচরণে ও ব্যবসায়ীদের দখলে রাজনীতি চলে যাওয়ার কারণে সঠিকভাবে উন্নয়ন কর্মকান্ড চলছে না। তিনি স্বচ্ছ রাজনীতির জন্য রাজনীতিবীদদের মনোনয়ন দেওয়া উচিত বলে তিনি মনে করেন। তিনি আরো বলেন এই আসনে আমাদের অনেক নেতা মনোনয়ন প্রত্যাশী। মাননীয় প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দিবে আমরা সবাই তার পক্ষে কাজ করবো।

Please Share This Post in Your Social Media
April 2024
T W T F S S M
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30