হেলাল আহমদ, লেবানন থেকে :- প্রবাস জীবন কত কষ্টের ও অসহায় তা আজ বুঝতে পারলাম বলে জানায় নাম প্রকাশে অনিচ্ছুক লেবাননে এক প্রবাসী বাংলাদেশী। সে জানায় ফারুক নামে এক বড় ভাই ও আরও কয়েকজন একসাথে একই বাসায় বসবাস। কিন্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফারুক নামে লেবানন প্রবাসীকে নির্মমভাবে আহত করে তুহিন নামে আর এক প্রবাসী।
গতকাল শুক্রবার ফারুক কাজ শেষ করে বাসায় এসে খাওয়া খেতে বসেছিলন।তথ্য সুত্রে জানা যায় সে সময় তানভীর আহম্মদ তুহিন রুমে এসে আমেরিকান ২৫০০ ডলার নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে ফারুক বাধা দিলে তাকে চুরি দিয়ে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টায় ব্যর্থ হন।সে সময় উপস্থিতি সবাই তাকে ধরে পেলে এবং সাধারণভাবে গণপিটুনি দিয়ে কোম্পানির অফিসে দিয়ে দেয়।
তথ্যসূত্রে জানা যায় তুহিনকে হাত- পা বেধে বর্তমানে কোম্পানির গুদাম ঘরে তালা বদ্ধ রাখা হয়েছে। এবং কোম্পানি ২/১ দিনের মধ্যে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।তানবির আহমেদ তুহিন এর দেশের বাড়ি
বোয়ালিয়া গ্রাম,বাকের গঞ্জ থানা ও বরিশাল জেলায়।
লেবাননে একের পর এক এমন কর্মকান্ডে বাংলাদেশের সুনাম নষ্ট হচ্ছে।