
মোঃ বিলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ
উপমহাদেশের বিখ্যাত বাউল সম্রাট বৃহত্তর সিলেটের সুনামগঞ্জে যার জন্ম তার সেই চিরচেনা গান আর সংস্কৃতিকে লালন করতে তার গানের মধুর শুর গুলো সকলের মাঝে তুলে ধরতে প্রবাসে শত ব্যস্ততার মাঝে কুয়েত প্রবাসী এক ঝাঁক তরুণ সংস্কৃতিমনাদের প্রচেষ্টায় আত্মপ্রকাশ হয় “শাহ আব্দুল করিম স্মৃতি পরিষদ কুয়েত” সংগঠনের সভাপতি ও প্রচার সম্পাদক
বাংলাদেশে অবকাশ
কালীন ছুটিতে গিয়ে করোনা ভাইরাসে ফলে কুয়েত ফিরে আসতে পারছেন না এ জন্য সাংগঠনিক কাজে বেশ জটিলতা সৃষ্টি হলে পরিষদের এক জরুরি বৈঠকে সাইফুল ইসলাম ডানাকে ভারপ্রাপ্ত সভাপতি ও রলেক আহমেদ কে ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক হিসাবে মনোনীত করা হয়েছে হবে পরিষদের অন্যতম ব্যক্তিত্ব তরুণ সংগঠক তাজ উদ্দিন আমাদের এ প্রতিনিধিকে জানিয়েছেন।
তিনি আরো জানান, নতুন এ দুজন তাদের সততা ও দক্ষতা কে কাজে লাগিয়ে পরিষদকে আরো শক্তিশালী করতে নিরলস কাজ করে যাবেন।