মোঃ বিলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত প্রায় ৩ লাখের উপরে এ দেশ রয়েছে আমাদের বাংলাদেশের অভিবাসীরা যার বেশির ভাগ শ্রমিক হিসাবে স্বল্প বেতনে কাজ করে বিভিন্ন কোম্পানিতে শ্রমিকদের সমস্যার শেষ নেই কুয়েতে নানান সমস্যার মধ্যে ও কুয়েত প্রবাসীরা কোন রকম বেচে আছে।
নির্যাতিত ও নিপিড়ীত এসব বাংলাদেশীদের দেখার কেউ নেই। তবে কুয়েতে নিয়োজিত বিভিন্ন পত্রিকার সংবাদকর্মীরা এ সব সমস্যা নিয়ে প্রায়ই সংবাদ বা প্রতিবেদন করে যাচ্ছেন।
এ দিকে গত ৯ সেপ্টেম্বর বুধবার বিকালে কুয়েতের নব নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ আশিকুজ্জামান সাংবাদিকদের সাথে কুয়েতস্হ বাংলাদেশ দূতাবাস এক মতবিনিময় সভায় মিলিত হন।
এ সময় রাষ্ট্রদূত সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, দেশ ও জাতির ভাবমূর্তি উজ্জ্বল করতে বস্তু নিষ্ট ও নিরপেক্ষ সংবাদ প্রচারে আরে সর্তক হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে দেশে আটকে পড়া অভিবাসীদের ফিরিয়ে আনতে কুয়েত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন।
তিনি বর্তমান সরকারের বিভিন্ন সাফল্য ও প্রবাসীদের নিয়ে কর্ম পরিকল্পনার কথা জানান।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, দূতাবাসের ডিফেন্স এচাটে বিগ্রেডিয়ার জেনারেল মোঃ আবু নাসের।
মতবিনিময়ে সংবাদ কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক আরটিভির কুয়েত প্রতিনিধি মোঃ জালাল উদ্দিন, বাংলা টিভির কুয়েত প্রতিনিধি সমাজ সেবক মানবাধিকার কর্মী আ,হ জুবেদ,সময় টিভির শরিফ মিজান,মাই টিভির কুয়েত প্রতিনিধি কবি সাংবাদিক সমাজসেবক সৎ সাহসী নিরপেক্ষ কলম সৈনিক আল আমিন রানা, মাসিক মরুলেখা সম্পাদক সাংবাদিক আবদুল রউপ মাওলা,সাংবাদিক সাদেক রিপন, সাংবাদিক মোহন,নাসরিন আক্তার, হেবজু,সাইফুল ইসলাম, মাহমুদুর রহমান, নাসির উদ্দিন খোকন প্রমুখ।