
মো. বিলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ-
মরণব্যাধি করোনা ভাইরাস প্রতিরোধে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েত আগে থেকে বেশ সতর্কতা অবলম্বন ও জনসচেতনতা আর স্বাস্থ্য মন্ত্রনালয়ের কঠোর পদক্ষেপের কারণে উপসাগরীয় অন্যান্য দেশের তুলনায় করোনা আক্রান্ত আর মৃত্যুর হার বেশ কম।
কুয়েতে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবা বেশ ভাল ও সন্তোষজনক বলে জানিয়েছেন বেশ কয়েক জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী।
এদিকে, কুয়েতে ধাপে ধাপে স্বাভাবিক জীবনে ফিরে আসতে বেশ কিছু করণীয় ঠিক করেছে দেশটির সরকার।
আগামী ২৬ জুলাই কুয়েতে ফরওয়ানীয়া নামক এলাকাটি সর্বশেষ লকডাউন মুক্ত ঘোষণা করা হয়েছে। ফলে, এখন থেকে পুরো কুয়েত লকডাউনের কবল থেকে মুক্ত।
গত ১৭ জুলাই স্বাস্থ্য বিধিমালা মেনে ১৫৫ টি মসজিদ জুম্মার নামাজের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। বর্তমানে চলছে তৃতীয় ধাপের কাজ।
গত বৃহস্পতিবার কুয়েত সরকারের মুখপাত্র তারেক আল মুজায়ম বলেছেন, কুয়েত সরকার মন্ত্রী পরিষদের এ সিদ্ধান্ত মোতাবেক আগামী ২৮ জুলাই থেকে ধাপে ধাপে সব কিছু খুলে দিবে। এতে বলা হয়েছে হোটেল, রিসোর্ট খোলার অনুমতি দেয়া হয়েছে। ট্যাক্সী চলাচলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তবে, একজন যাত্রী বহন করতে হবে।