Sharing is caring!
বিনোদন ডেস্ক: বোবা এক কিশোর ভালোবাসে গ্রামের ধনীর মেয়ে নিঝুমকে। তাকে কিছুতেই মনের কথা বোঝাতে পারছে না বোবা কিশোর। এদিকে হঠাৎ শহর থেকে গ্রামে আসে ইঞ্জিনিয়ার প্রহর।
গল্পের মোর নেয় প্রহর ও নিঝুমকে ঘিরে, এদের মাঝেই প্রেমের বাহক হয়ে যায় কিশোর। নিঝুমের বিয়ে ঠিক হয় প্রহরের সাথে। তবে, কি নিঝুমকে চিরতরে হারাবে কিশোর, নিঝুম কি কিশোরের ভালোবাসা টের পেয়ে ফিরে আসবে নাকি ইঞ্জিনিয়ার প্রহরের প্রেমেই ডুবে থাকবে।
এমনি একটি গল্পে নির্মীত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশ্চুপ ভালোবাসা’। রাশেদ খানের প্রযোজনায় চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রুবেল মাহমুদ।
এতে প্রথমবারের মতো জুটি বেধেছে চিত্রনায়ক রাশেদ প্রহর ও চিত্রনায়িকা সারা জেরিন। এদিকে ছোট পর্দায় অভিনয় করলেও এই প্রথমবার নায়ক হিসাবে বড় পর্দায় আসছেন আফফান মিতুল।
কিশোর রাব্বানীর চিত্রনাট্যে সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে আরো যারা অভিনয় করছেন, রাশেদ খান, নুর হোসেন চার্লি, রিপন গাজি, সরল হাসমত ও উত্তম অধিকারী।