Sharing is caring!
সিফাতুল্লাহ, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) :- ধর্ম যার যার, উৎসব সবার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসাট শারদীয় দূর্গা মন্দিরে শারদীয় দূর্গোৎসবের উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে পুখুরিয়া সার্বজনীন দূর্গো মন্দিরে শারদীয় দূর্গোৎসব উদ্বোধক করেন ভারতীয় দূতাবাস সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি।
এসময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী কুনাল মূখার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য ইন্সটিটিউটের উপ পরিচালক তড়িৎ কুমার সাহা, উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম, শিবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনারের সহধর্মিণী সুন্দা ভাটি। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহকারী সভাপতি ডাবলু কুমার ঘোষ। পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শ্রী স্বপন সাহা, সাধারণ সম্পাদক শ্রী প্রনব কুমার পাল সহ উপজেলার বিভিন্ন মন্দিরের ঠাকুরগণ।