Sharing is caring!
“এ কেমন জামাই ষষ্ঠী”
কলমে-আশীষ মণ্ডল
তাং-০৫.০৬.২০২২
থাকতে জামাই পাইনা ফোঁটা
কারো শ্বাশুড়ি মা নাই,
এ দুঃখ কারে বোঝায়
কলম চলে বেদনায়।
শ্বশুর হলো মস্ত অসূর
শ্বাশুড়ি ছলা কলা,
শালী তো বটেই রঙিন
বৌ করে ঠিক খেলা।
কেবা ভাসে চোখের জলে
শ্বশুড়ী নাই বলে,
কেউবা শোকে অনুতপ্ত করে
জামাই গেল চলে।
হে বিধাতা একি খেলা
অভাগা কে নিয়ে,
তুমিই বুঝি লিখেছো ভাগ্য
এমন ঘটনা দিয়ে।
মিনতি তোমায় নতমাথায়
আর দিওনা কারো,
এ সবাই পারেনা সয়তে
মৃত্যু হলেও ধরো।
অসুস্থ মা ঠিক সারবে
বাবা চালিয়ে দেবে,
ছেলে দুটো আমার কাছেই
শেষ দেখবো তবে।
ক্ষমতা আর দম্ভের বল্
ধ্বংস হয় সাত গুষ্ঠি,
অভাগা মোর কপাল পোড়া
এ কেমন জামাই ষষ্ঠী।