Sharing is caring!
“আমি শ্রাবণের মেয়ে”
(মৌসুমী ডিংগাল)
১
আষাঢ় ফুরোলেই শ্রাবণ আসে
বলছে বাংলা মাস;
চাষীর মুখে ফোটে হাসি
শুরু নতুন চাষ।
আকাশ গাঙে মেঘের সাঁতার
কাঁদছে দিন রাত;
সব হারিয়ে নিঃস্ব সে আজ
শূন্য তার হাত।
দু’চোখে তাই প্লাবন নামে
জীবন বুঝি ভুল;
স্রোতের পালে এদিক ওদিক
নেই যে তার কূল।
অবাক চোখে নীল আকাশে
দাঁড়িয়ে থাকি চেয়ে;
শ্রাবণ যেন আমার মায়ের মতো
আমি শ্রাবণের মেয়ে।
২
*কলমে মৌসুমী ডিংগাল
কবিতাটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই,,
🌹কৃতজ্ঞতা এক আকাশ 🌹