Sharing is caring!
বাংলা আমার
বিধানেন্দু পুরকাইত
বাংলা এমন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে গায়
জন্ম থেকে কৈশোর ছেড়ে জীবনের সন্ধ্যায়
বাংলা আমার হৃদয়ের কাছে সরস্বতী নদী
নিয়ত যাপন বাংলার বুকে ব্রাত্য করেছ যদি।
বাংলা আমার রক্তের কণা জননীর ক্রোড়স্নেহ
মৃত্যুর মুখে বাংলার জল একফোঁটা মুখে দিও
আমার বোনের মৃত্যুর পরে বাংলায় কেঁদেছিল
আত্মীয় যারা অনাত্মীয় বাংলার ফুল দিল।
বাংলা আমার স্বর্গ চেতনা কিংবা আল্লা ধাম
কিশোর কিশোরী প্রেমের অনলে বাংলায় বদনাম
বাংলায় কথা বাংলায় গান কিংবা কবিতা লিখি
বাংলা আমার জননী এবং জীবনের স্বরলিপি।
——
আই-২৬, টেগোর পার্ক
থানা-কসবা
কলকাতা-৭০০০৩৯
ফোন-৯৭৪৮৭৮৬৬৩৬