Sharing is caring!
রোখশানা রফিক
সোনাঝুরি ফুলগুলো
হাওয়ায় হাওয়ায়
ঝরে গেলো
আজ দুপুরে।
বিকেল পেরিয়ে গেলো,
আমারই আর হলো না
যাওয়া চেনা সেই পথে।
ওখানে কিছু সময়
পড়ে আছে পায়ের কাছে
স্মৃতির ধুলো হয়ে। কিছু হাসি
গড়িয়ে যাচ্ছে সূর্যাস্তের কান্নার
রঙ গায়ে মেখে। কিছু চাওয়া
না পাওয়ার বেদনা নিয়ে
মন খারাপ করে এখনো
আছে দাঁড়িয়ে। কিছু কষ্ট গুমরে
মরে হলদে ফুলের ফাঁক
দিয়ে দেখা আকাশ পানে চেয়ে।
এভাবে চলে যেতে নেই,
এভাবে মন ভাঙতে নেই,
এভাবে ভুলতে হয় না
প্রতিশ্রুতি। জীবন বয়ে
যায় আনমনে ঠিকই,
তবে কিছু না থাকা
রয়ে যায় বুকে
মরণ অবধি।