Sharing is caring!
★★পুনম শাহরীয়ার ঋতু★★
আমি আর রেলওয়ে প্লাটফর্ম
যেন একি সুত্রে গাথা
তার বুকে হাজার জন স্রোত পদচারনা
আমার বুকে হাজার স্মৃতির পদচারনা
দিন শেষে যখন
জনস্রোত প্লাটফর্ম কে একা ফেলে চলে যায়
তেমন
হাজার স্মৃতি আমাকে একা করে যায়
তার মাঝে আর আমার মাঝে
শুধু পার্থক্য
সে কথা বলতে পারেনা
কিন্তুু
আমি কথা বলতে পারি
সে খেতে পারেনা,পোশাক পরিদান করতে পারেনা
আমি খাবার খাই,পোশাক পরিদান করি
এইতো ফারাক
দিন শেষে যখন তারা ময়লা এটো করে যায়
তাতে কিন্তুু রেলওয়ে প্লাটফর্ম কোন প্রতিবাদ করেনা
তেমনি আমি
হাজার স্মৃতি প্রতিনিয়ত ক্ষত বিক্ষত করে
প্রতিবাদ করতে পারিনা
তাদের আনন্দ
ইচ্ছামত ব্যাবহার করে
আর আমাদের দুঃখ যথা যোগ্য অমর্যাদা অবহেলা
এটাই কি জীবন
ঋতু
০২-০৭-০১৮