Sharing is caring!
**পুনম শাহরীয়ার ঋতু **
যৌবনের তিপ্ত নদী
জোয়ারে তুমি বারন্ত মৌন সাধনা
রমণীর কেশেঁ মেঘলা আকাশে
আমার সকল বিরম্ভনা।
অবেলায় তুমি জেগে উঠেছো কোন তটে
তব তারে বিনা সুরে খুজেঁছিলাম বটে।
নেই যাবার তারা ফিরে পাবার পর
মাঝ নদীর গল্পশুনে, উড়িয়ে ছিলাম পালতুলা ঘর।
দক্ষিনা বাতাশে শত শত ফুটো,রঙ্গিন পালের ঘুড়ি
নেহাত তারে দেখে নোঙ্গর খানা ছেরে
জল হাতে পট পট উঠে আসে দড়িঁ।
রমণীর কথন, কাখে তার মাটির হাঁড়ি খানা
জল ভরিবার দ্বায়, কে করেছে তারে মানা।
প্রতিবেশী বঁধু বরই নিষ্ঠুর কথার হাঁড়ি কেনে
সুযোগ পেলে অপমানের গলে দড়িঁ পরিয়ে টানে।
অবুঝ মনের বন্দি শিকল, মুক্ত হতেই হবে
রমণীর কানে তড়ই বাশীঁর সুরে চাদঁনী রজনী সবে।
লোক লজ্জা ভয়, কোথায় শ্বাসনের কপাট দার
যতবার আসুক নিয়মনীতি খুলতে চায় বার বার।
অবশেষে কখন সবে হয়না সফল।
কেহনা কেহ আজীবনের মতন
হারিয়ে ফিরে, ক্ষনিকের দেখা স্বপন।
ঋতু
১৩/০৬/০১৯ইং