৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ফিলিস্তিন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসরাইলকে স্বীকৃতি দেবে না পাকিস্তান: ইমরান খান

অভিযোগ
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০১৯
ফিলিস্তিন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসরাইলকে স্বীকৃতি দেবে না পাকিস্তান: ইমরান খান

মুহাম্মদ নাজমুল ইসলাম ::  পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তার দেশ ইসরাইলকে ততক্ষণ পর্যন্ত স্বীকৃতি দেবে না যতক্ষণ না সেখানে ফিলিস্তিনিদের একটি রাষ্ট্র গড়ে ওঠে।

বৃহস্পতিবার নিউইয়র্কে এশিয়ান সোসাইটির এক সভায় তিনি একথা বলেন।

ইহুদিবাদী ইসরাইলের ব্যাপারে ইসলামাবাদ পাক-পররাষ্ট্রনীতিতে পরিবর্তনের কথা ভাবছে বলে জল্পনা-কল্পনা সম্পর্কে প্রশ্ন করা হলে খান বলেন, এ ধরনের খবর কোথা থেকে আসছে তা তিনি জানেন না।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, এ ব্যাপারে পাকিস্তানের নীতি খুবই স্পষ্ট ও খোলামেলা। পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদে আযম মোহাম্মাদ আলী খুব স্পষ্টভাবে বলেছিলেন, সেখানে একটি ন্যায়সঙ্গত সমাধান থাকতে হবে: আর তা হল ইসরাইলকে পাকিস্তানের স্বীকৃতি দেয়ার আগে ফিলিস্তিনিদের একটি স্বশাসিত রাষ্ট্র সেখানে গড়ে উঠতে হবে।

ইসরাইলের ব্যাপারে ইমরান খানের নীতি নিয়ে প্রশ্ন দেখা দেয় যখন গত বছরের (২০১৮) অক্টোবরে একটি খবর ছড়িয়ে পড়ে যে ইসরাইলের একটি বিমান ইসলামাবাদে অবতরণ করেছিল দশ ঘণ্টার জন্য এবং সে সময় ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্ভবত গোপনে পাকিস্তান সফর করেছেন।

পাকিস্তানের নুরখান বিমান-ঘাঁটির একজন কর্মকর্তাও গত নভেম্বর মাসে মিডলইস্ট আইকে জানান যে ওমানে ইসরাইলি প্রধানমন্ত্রীর বিতর্কিত সফরের সময় তাকে বহনকারী বিমান নুরখান বিমান-ঘাঁটিতে অবতরণ করেছিল। একজন পাইলট আকাশে তার বিমানের পেছনে একটি ইসরাইলি বিমান দেখার কথা জানায়। পরে ওই বিমান নুরখান বিমান-ঘাঁটিতে নামে। ওই বিমান ঘাঁটির তিন ব্যক্তিও এই পাইলটের বক্তব্যকে সত্য বলে জানান।

তারা বলেছেন, বিমানটির সিঁড়ি থেকে নেমে আসা প্রতিনিধিদলকে একটি কারে ওঠানো হয়। ইসরাইলি দৈনিক হারেৎজও এ ধরনের একটি খবর প্রচার করেছিল। অবশ্য পাকিস্তানের বিমান কর্তৃপক্ষ ইসরাইলি কোনো বিমান অবতরণের কথা অস্বীকার করেছে।

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031