মুহাম্মদ নাজমুল ইসলাম :: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তার দেশ ইসরাইলকে ততক্ষণ পর্যন্ত স্বীকৃতি দেবে না যতক্ষণ না সেখানে ফিলিস্তিনিদের একটি রাষ্ট্র গড়ে ওঠে।
বৃহস্পতিবার নিউইয়র্কে এশিয়ান সোসাইটির এক সভায় তিনি একথা বলেন।
ইহুদিবাদী ইসরাইলের ব্যাপারে ইসলামাবাদ পাক-পররাষ্ট্রনীতিতে পরিবর্তনের কথা ভাবছে বলে জল্পনা-কল্পনা সম্পর্কে প্রশ্ন করা হলে খান বলেন, এ ধরনের খবর কোথা থেকে আসছে তা তিনি জানেন না।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, এ ব্যাপারে পাকিস্তানের নীতি খুবই স্পষ্ট ও খোলামেলা। পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদে আযম মোহাম্মাদ আলী খুব স্পষ্টভাবে বলেছিলেন, সেখানে একটি ন্যায়সঙ্গত সমাধান থাকতে হবে: আর তা হল ইসরাইলকে পাকিস্তানের স্বীকৃতি দেয়ার আগে ফিলিস্তিনিদের একটি স্বশাসিত রাষ্ট্র সেখানে গড়ে উঠতে হবে।
ইসরাইলের ব্যাপারে ইমরান খানের নীতি নিয়ে প্রশ্ন দেখা দেয় যখন গত বছরের (২০১৮) অক্টোবরে একটি খবর ছড়িয়ে পড়ে যে ইসরাইলের একটি বিমান ইসলামাবাদে অবতরণ করেছিল দশ ঘণ্টার জন্য এবং সে সময় ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্ভবত গোপনে পাকিস্তান সফর করেছেন।
পাকিস্তানের নুরখান বিমান-ঘাঁটির একজন কর্মকর্তাও গত নভেম্বর মাসে মিডলইস্ট আইকে জানান যে ওমানে ইসরাইলি প্রধানমন্ত্রীর বিতর্কিত সফরের সময় তাকে বহনকারী বিমান নুরখান বিমান-ঘাঁটিতে অবতরণ করেছিল। একজন পাইলট আকাশে তার বিমানের পেছনে একটি ইসরাইলি বিমান দেখার কথা জানায়। পরে ওই বিমান নুরখান বিমান-ঘাঁটিতে নামে। ওই বিমান ঘাঁটির তিন ব্যক্তিও এই পাইলটের বক্তব্যকে সত্য বলে জানান।
তারা বলেছেন, বিমানটির সিঁড়ি থেকে নেমে আসা প্রতিনিধিদলকে একটি কারে ওঠানো হয়। ইসরাইলি দৈনিক হারেৎজও এ ধরনের একটি খবর প্রচার করেছিল। অবশ্য পাকিস্তানের বিমান কর্তৃপক্ষ ইসরাইলি কোনো বিমান অবতরণের কথা অস্বীকার করেছে।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.