
চট্রগ্রাম জেলা শাখা কমিটির এক বা একাধিক সদস্য কেন্দ্রিয় কমিটি অভিযোগ জানান ,তাই সংগঠনের ৩য় ধারা মোতাবেক কে অমান্য করা হয় , এর পরিপেক্ষিতে কেন্দ্রীয় কার্যনিবার্হী চেয়ারম্যান শেখ তিতুমীর ও সদস্য সচিব নাসরিণ আক্তার রুপার সহ তিন জন সদস্যদের মতামত অনুসারে আজ থেকে চট্রগ্রাম জেলা শাখা কমিটি সকল কার্যক্রম আজ এই মুহুত্ব থেকে বন্ধ ঘোষনা করা হইলো, যদি সংগঠন কেন্দ্রীয় কমিটি মনে করে কমিটি টা পরিচালনা করা সম্ভব সেটা পরর্বতি ঘোষনা করিবে।
নিবেদক —
শেখ তিতুমীর,
সভাপতি -বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন – কেন্দ্রীয় কমিটি ,গভঃ রেজীঃ নং-কুষ্ট- ৭৭৮/০৭- এনজিও ব্যুরো।
সরকারের পিআইডি রিপোর্টার রাজনীতি-(৪)
সদস্য – কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটি, বাংলাদেশ আওয়ামীলীগ।
প্রতিষ্টাতা সভাপতি, জাতীয় লেখক কবি সাংস্কৃতি উন্নয়ণ ফাউন্ডেশন -কেন্দ্রীয় কমিটি।
চেয়ারম্যান.বি.এস.কে.এস. ইন্টারন্যাশনাল মিডিয়া কম্পানি লিঃ গভঃ রেজীঃ নং -এস, ০১৩৭/১৯-এনজিও ব্যুরো।
সম্পাদক ও প্রকাশক,
দৈনিক আমার প্রিয় বাংলাদেশ পিন্ট মিডিয়া।
সম্পাদক ও প্রকাশক, পাক্ষিক বাংলা সাহিত্য বার্তা পিন্ট মিডিয়া।
ভারপাপ্ত সম্পাদক -জাতীয় সাপ্তাহিক অভিযোগ পিন্ট মিডিয়া।
সাবেক সংগঠনিক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা কমিটি,
সাংবাদিক—কবি ও লেখক — রাজনীতিবিদ—সংগঠক, প্রতিবন্ধীদের পিতা বলা যায় যাকে।
মোবাইল: +৮৮০১৮৮৩২২২৩৩৩, +৮৮০১৭১৮৬৫৫৩৯৯