
তাপস সরকার: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন। তিনি বলেন, নৌকা মার্কার প্রার্থী বিজয়ী হলেই এলাকার উন্নয়ন সম্ভব।
তাই আসন্ন নেত্রকোণার দুর্গাপুর পৌরসভা মেয়র পদে উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আব্দুস ছালামকে নৌকা মার্কায় ভোট দিয়ে মডেল পৌরসভা গঠনে জনসাধারণকে পাশে থাকার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপুর পৌর এলাকায় ৪ নং ওয়ার্ড আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় কেন্দ্রীয়, জেলা, উপজেলা আওয়ামী লীগ সহ তাঁর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী ১২ জানুয়ারী দুর্গাপুর পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৭৮১ জন ।এর মধ্যে পুরুষ ভোটার ১০,০৬৬ জন ও মহিলা ভোটার ১০,৭১৫ জন।
উল্লেখ্য, ২০২২ সালের ১৯ অক্টোবর দুর্গাপুর পৌরসভার মেয়র আলা উদ্দিন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিধায় মেয়র পদটি শুন্য হয়।