২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শিবগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

অভিযোগ
প্রকাশিত জুলাই ১৫, ২০১৯
শিবগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

 

সিফাতুল্লাহ, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ-
আনন্দ উৎসবের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুলাই) বেলা ১০টার দিকে শিবগঞ্জ স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ সদস্য ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, উপজেলা শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসার সহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দ।

সাংসদ ডাঃ সামিল আহমেদ শিমুল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা আমরা কখনো ভুলতে পারবো এবং ভুলারও না। বঙ্গবন্ধুকে স্মৃতিসরণের আজকের যে খেলাধুলার আয়োজন করা হয়েছে তা সীমাবদ্ধ না থেকে দেশের জন্য বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আমাদের আগামীর ভবিষ্যৎ শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে হবে। তাদেরকে জানতে দেশের জন্য বঙ্গবন্ধু কত কি করেছেন এবং কতটুকু অবদান রয়েছে। এছাড়া দেশের জন্য বঙ্গবন্ধুর পাশাপাশি বঙ্গমাতারও অবদান কোন অংশে কম নেই।

তিনি আরও বলেন, খেলাধুলা উদ্বোধন করতে এসেছি এখানে বক্তব্য দেওয়ার তেমন কিছুই নাই। তার পরও বলতে হয়। আগামী দিনের ভবিষ্যত শিক্ষার্থীদের শিক্ষাদানের উপর সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের শিক্ষার পাশাপাশি খেলাধুলার উপর উৎসাহ দিতে হবে। ভাল ভাবে লেখাপড়া করে নিজের স্কুলের সুনামসহ বাবা মায়ের মুখ উজ্জল করতে হবে।

টুর্নামেন্টে শিবগঞ্জ উপজেলার মোট ৩২টি দল অংশগ্রহন করছেন। এদের মধ্যে ১৬টি নারী ও ১৬টি পুরুষ দল অংশগ্রহণ করছেন। উদ্বোধন খেলায় অংশগ্রহন করেন মরদানা প্রাথমিক বিদ্যালয় (পুরুষ) বনাম সাহেবনগর প্রাথমিক বিদ্যালয় (পুরুষ)।

প্রসঙ্গতঃ উদ্বোধনী দিনে মোট ৮টি দল অংশগ্রহণ করে।

Please Share This Post in Your Social Media
April 2024
T W T F S S M
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30