
নানা অনিয়মের কারণে জুভেন্টাসকে শাস্তি দেওয়া হয়েছিল গত মাসেই। এবার খেলোয়াড়দের অর্থ প্রদানে অনিয়মের দায়ে ১৬ মাসের নিষেধাজ্ঞা পেয়েছেন ক্লাবটির সভাপতি আন্দ্রেয়া আগনেল্লি।পাশাপাশি জরিমানাও করা হয়েছে তাকে।
গতকাল এক বিবৃতিতে ইতালি ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, ৪৭ বছর বয়সী আগনেল্লিকে ৬০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।
পাশাপাশি ১৬ মাস নিষিদ্ধ করা হয়েছে। এক দশকের বেশি সময় ধরে ক্লাবের চেয়ারম্যান থাকা আগনেল্লি গত বছরের নভেম্বরে পদত্যাগ করেছিলেন।কিন্তু দায়িত্বে থাকাকালীন করা অনিয়মের শাস্তি ঠিকই পেতে যাচ্ছেন।
অনিয়মের একই মামলার কারণে গত মে মাসে ৭ লাখ ১৮ হাজার ইউরো জরিমানা করা হয় তুরিনের ক্লাবটিকে। একই সঙ্গে গত মৌসুমে সেরি আয় তাদের ১০ পয়েন্ট কর্তনের সিদ্ধান্তের বিরুদ্ধে তারা কোনো আপিল করতে পারবে না বলে জানানো হয়।