১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ফরিদপুর-৩ আসন থেকে মনোনয়ন ফরম নিলেন খন্দকার গোলাম মওলা নকশবন্দী

অভিযোগ
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৩
ফরিদপুর-৩ আসন থেকে মনোনয়ন ফরম নিলেন খন্দকার গোলাম মওলা নকশবন্দী

ফরিদপুর-৩ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম নিলেন খন্দকার গোলাম মওলা নকশবন্দী। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী তিনি। ২৩, বঙ্গবন্ধু এ্যাভিনিও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলা থেকে ফরিদপুর-৩ আসনের দলীয় নেতাকর্মীরা তার পক্ষে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আগামী ৭ জানুয়ারি রোজ: রবিবার ভোটের তারিখ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। যে তফসিল ঘোষণা করেছেন, তাতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ রেখেছেন ৩০ নভেম্বর। তার আগেই আওয়ামী লীগ প্রার্থী বাছাই করে ফেলতে হবে।

ফরিদপুর-৩ আসনটি জাতীয় সংসদ-২১৩ নং আসন। এই আসনটি ফরিদপুর জেলার ফরিদপুর সদর উপজেলা নিয়ে গঠিত। এই আসনে খসড়া মোট ভোট ৪ লাখ ৩ হাজার ১০৮ জন।এর মধ্যে নারী ২ লাখ ১ হাজার ৭১ ও পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার ৩৪ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১৫৪টি ও ভোট কক্ষের সংখ্যা ৯০২টি।

এছাড়াও খন্দকার গোলাম মওলা নকশবন্দী কে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের দ্বাদশ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির ১৫ টি উপ-কমিটির ১টি ধর্ম বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির ২৪ নম্বর সদস্য করেন বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপি.। তাই ফরিদপুর-৩ আসন থেকে খন্দকার গোলাম মওলা নকশবন্দী মনোনয়ন পাবে বলে আশাবাদী জানান তার কর্মী সমর্থকরা।

Please Share This Post in Your Social Media
December 2023
T W T F S S M
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031