
মোজাম্মেল হক, নোয়াখালী প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে (১১ নভেম্বর) শনিবার বিকেলে কেক কাটা,আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালিত হয়। যুবলীগের প্রতিষ্ঠালগ্ন থেকে এই পর্যন্ত যুবলীগ নেতাদের উন্নয়নে ভূমিকার কথা তুলে ধরা হয়। আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ কে বিজয় করার জন্য যুবলীগকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। চাটখিল উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা যুবলীগের সাবেক যুগগ্ম-আহ্বায়ক ইমরুল চৌধুরী রাসেল, সাবেক ছাত্রলীগ সভাপতি সালাউদ্দিন সুমন প্রমুখ। এদিকে একই সময়ে পৌর শহরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি আলহাজ্ব জাহাঙ্গীর আলমের নিজস্ব কার্যালয়ে কেক কেটে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় এখানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা যুবলীগের যুগ্য আহ্বায়ক মাসুদুর রহমান শিপন, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আহসান হাবীব সমীর, সাবেক যুবলীগের উপজেলা সাধারন সম্পাদক মিজানুর রহমান ভিপি মিজান, চাটখিল পৌর আওয়ামীলীগের সভাপতি শাহাজাহান খান বাবুল, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য রিয়াজ খান, সাবেক ছাত্রনেতা দিদার-উল-আলম, চাটখিল পৌর যুবলীগ সাধারন সম্পাদক রায়হান গাজী প্রমুখ। অপরদিকে সাবেক যুবলীগ আহ্বায়ক ও চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী সকালে চাটখিল পৌরভবনের পাশে কেক কেটে, আলোচনা সভা ও র্যালীর মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। সভায় যুবলীগের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।