
মোঃ শফিকুল ইসলাম সবুজ (টাংগাইল)
টাঙ্গাইলের নাগরপুরে আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার সকালে নাগরপুর উপজেলা আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালী বের করেন। র্যালিটি নাগরপুর উপজেলা মোড় থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।পরে স্থানীয় এমপি মহোদয়ের কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাগরপুর উপজেলা যুবলীগের আহবায়ক ভক্ত গোপাল রাজবংশীর সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল-৬ নাগরপর দেলদুয়ার আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আনিসুর রহমান, একেএম কামরুজ্জামান মনি,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুস ছবুর,আবদুল আলিম দুলাল,সাংগঠনিক সম্পাদক শাহীদুল ইসলাম অপু,শেখ শামছুল,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজ রানা এমবি, আনিসুজ্জামান তুহিন, সদস্য উচ্ছাস,স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবর আল মামুন, সম্পাদক মোঃ ফারুক মিয়া,শ্রমিকলীগ সভাপতি মোঃ আব্দুস ছালাম,সম্পাদক মো: শাহ আলম মিয়া,ছাত্রলীগ সভাপতি মোঃ আজিম হোসেন রতন, সম্পাদক মোঃ সজিব মিয়া সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন।