৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

রাজশাহীতে জেল হত্যা দিবসে সড়ক পরিবহন মালিক গ্রুপের শ্রদ্ধা

অভিযোগ
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৩
রাজশাহীতে জেল হত্যা দিবসে সড়ক পরিবহন মালিক গ্রুপের শ্রদ্ধা

মোঃ মেহেদী হাসান মুন্না, রাজশাহীঃআজ সকাল ১১.০০ টায় জেল হত্যা দিবস উপলক্ষ্যে রাজশাহী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপেরের সাধারণ সম্পাদক মোঃ মতিউল হক টিটো নেতৃত্বে শোক র‌্যালী ও নগরীর কাদিরগঞ্জে অবস্থিত জাতীয় চার নেতার অন্যতম শহিদ এএইচএম কামারুজ্জামান এর সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং রাজশাহী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের অফিসে দুপুরে অসহায়,দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করেন।

এসময়,নাজিম উদ্দিন শেখ,মেহেদী মাসুদ,নুরুজ্জামান মোহন,মুশফিকুর রহমান লাকি,মনসুর আলী।আসাদুজ্জামান মুন্না,বিপুল,মিঠুন,শাহিন,বাবলু হাজি, আশরাফসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতাকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন এবং দোয়া করেন।

এসময় মতিউল হক টিটো বলেন,বঙ্গবন্ধু হত্যা মামলা ও জাতীয় চার নেতার হত্যা মামলার বিচারের রায় হয়েছে। রায় আংশিক কার্যকর হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র,ইংল্যান্ড সহ বিদেশে পলাতক আসামীদের দেশে ফিরে এনে রায় কার্যকর করার চেষ্টা অব্যাহত রেখেছে সরকার। তবে সরকারের এই চেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে ওই সমস্ত দেশ যারা খুনীদের নানা অজুহাতে ফেরত দিতে চায় না।

এই হত্যাকাণ্ডের নেপথ্যের ব্যক্তি কারা ছিলেন,তাদের দেখতে চায় জাতি। হত্যাকাণ্ডের সুবিধাভোগী ও নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করার জন্য কমিশন গঠন এখন সময়ের দাবি।

প্রসঙ্গত,১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ চার রাজনৈতিক সহযোগী সৈয়দ নজরুল ইসলাম,তাজউদ্দীন আহমদ,এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে কারাগারে হত্যা করা হয়। রাষ্ট্রের হেফাজতে হত্যাকাণ্ডের এই ঘটনাটি বাংলাদেশে পালিত হয়ে আসছে ‘জেলহত্যা দিবস’ হিসেবে।

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031