মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি:সোনাইমুড়ী থানা পুলিশ বেগমগঞ্জ থেকে একাধিক ধর্ষণ মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রিপন প্রকাশ রিপা (৩০) সোনাইমুড়ীর বজরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত বাচ্চু মিয়া’র ছেলে। রিপন সোনাইমুড়ী উপজেলার বদরপুরে স্থাপিত বঙ্গবন্ধু ভিলেজের ৭১ নম্বর রুমের বাসিন্দা।
থানা সূত্রে জানা যায়, সোনাইমুড়ী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে বেগমগঞ্জ থানাধীন আমানতপুর মীম পেট্টোল পাম্প এর সামনে থেকে রিপনকে গ্রেফতার করে। রিপনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন, পর্নোগ্রাফি, মাদক সহ একাধিক ধর্ষণ মামলা রয়েছে।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত রিপনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।