২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ইসলামী ব্যাংক কামালখালী বাজার আউটলেটের আলোচনা সভা ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

Weekly Abhijug
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৩
ইসলামী ব্যাংক কামালখালী বাজার আউটলেটের আলোচনা সভা ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি

ইসলামী ব্যাংক মাগুরা শাখার নিয়ন্ত্রণাধীন কামারখালী বাজার আউটলেট মধুখালী,ফরিদপুর এর আয়োজনে আলোচনা সভা ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১০ই সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টায় ইসলামী ব্যাংক কামারখালী বাজার আউটলেটের ইনচার্জ মোঃ ইউনুছ আলীর সভাপতিত্বে হাফেজ মাওলানা মোঃ আলী আশরাফের সঞ্চালনায় সৈয়দ আমির আলী শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ইসলামী ব্যাংক চত্বরে এ আলোচনা সভা ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পি এল সি এর মাগুরা শাখার সম্মানিত শাখা প্রধান ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ড ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ জামিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা শাখার সিনিয়র অফিসার ও এজেন্ট আউটলেট ইনচার্জ মোঃ আইয়ুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কামারখালী বাজার বণিক সমিতির সম্মানিত সভাপতি কাজী মতিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম। উক্ত আলোচনা সভায় বিভিন্ন পর্যায়ের সম্মানিত আলেম – ওলামাগণ এবং ব্যাংকের প্রায় দুই শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media
September 2023
T W T F S S M
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

নাগরপুরে নদী ভাঙন এলাকায় পথ সভা করলেন পানি সম্পদ উপউপ -মন্ত্রী মোঃ শফিকুল ইসলাম সবুজ (টাঙ্গাইল) টাংগাইলের নাগরপুরে নদী ভাঙন এলাকা পরিদর্শন ও পথ সভা করলেন পানি সম্পদ উপ- মন্ত্রী একে এম এনামুল হক শামীম। নাগরপুরের সলিমাবাদ ইউনিয়ন নদী ভাঙনের কারণে ভিটেমাটি হারা মানুষের উদ্দেশ্য পানি সম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, নদী ভাঙ্গনের কবল থেকে মানুষকে রক্ষা করতে যা যা করার দরকার তার সবই করার জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দিয়ে দেয়া হয়েছে। ইতিমধ্যে তারা কাজও শুরু করছে। তিনি আজ সিরাজগঞ্জ চৌহালী উপজেলার খাষ পুখুরিয়া হতে চর-সলিমাবদ পর্যন্ত যমুনা নদীর বামতীরের ভাঙ্গন হতে রক্ষাকল্পে নদী তীর সংরক্ষন” শীর্ষক প্রকল্পের শুভ উদ্বোধন কালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়ন পরিষদ মাঠে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের সাথে মত-বিনিময় সভায় এ কথা বলেন মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ নাগরপুর দেলদুয়ার আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, সিরাজগঞ্জ-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর মহাপরিচালক মোঃ রমজান আলী প্রামানিক, টাঙ্গাইল জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবুর রহিম সুজন, নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জান, নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীদুল ইসলাম (অপু), গয়হাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সামছুল হকসহ থানা আওয়ামীলীগ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যাযের ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।