২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

বরুড়ায় কাসেড্ডায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অভিযোগ
প্রকাশিত জুন ১৯, ২০২৩
বরুড়ায় কাসেড্ডায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বরুড়ায় কাসেড্ডায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
শুভ উদ্বোধন স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্টাফ রিপোর্টারঃ কুমিল্লা জেলার বরুড়ায় পৌরসভার ২৩নং কাসেড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি উপজেলা নির্বাহী অফিসার সবরিনা আফরিন মুস্তফা সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ এন এম মইনুল ইসলাম চেয়ারম্যান বরুড়া উপজেলা পরিষদ। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ নাসরিন সুলতানা ( তনু ) উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বরুড়া, মোঃ তরিকুল ইসলাম উপজেলা শিক্ষা অফিসার বরুড়া, এ সময় আর উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ বেলাল হোসেন, সোলেমান হোসেন সহকারী শিক্ষা অফিসার বরুড়া উপজেলা, সাইফুল ইসলাম সভাপতি কাসেড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মেনেজিং কমিটি। এ সময় প্রধান অতিথি বলেন উপজেলা প্রাণিসম্পদ বিভাগ কর্তৃক আয়োজিত প্রাণিসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তফা, বিশেষ অতিথীবৃন্দ, অভিভাবকবৃন্দ, প্রিয় শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমে বলবো যে বাচ্চাদের কে দুধ খাওয়াবেন অবশ্যই আগে প্যাকেটের গায়ে মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে নিবেন, আমরা সকলেই জানি দুধ একটি পুষ্টিকর খাবার। মানব সম্পদ উন্নয়ন, সামাজিক, নিরাপত্তা, শিশু কিশোর-কিশোরিদের পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে আজকের এই আয়োজন। স্মার্ট বাংলাদেশ করতে হলে মানুষের পুষ্টি নিশ্চিত করতে হবে। আমরা সকলে জানি, স্বাস্থ্যই সকল সুখের মূল, আর স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রয়োজন পুষ্টি । দুধে প্রায় সকল পুষ্টিগুন আছে। সচেতনতার অভাবে আমাদের দেশের অধিকাংশ মানুষ পুষ্টিহীনতায় ভোগে। কোন খাবারে পুষ্টি আছে তা আমরা অনেকেই জানি না। যেমন- শাক সবজি, ফলমূল, দুধ, ডিম, পরিমিত মাংস, ঘরে তৈরী নাস্তা ইত্যাদিতে প্রচুর পরিমান পুষ্টি আছে। কিন্তু আমরা বাজারের তৈরি তৈলাক্ত অপুষ্টিকর খাবার বেশী খাই। এতে আমাদের অর্থ ও স্বাস্থ্যের ক্ষতি হয়। চকলেট, চিপস জাতীয় খাবার খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। কিন্তু এই টাকা দিয়ে যদি আমারা বাচ্চাদেরকে দুধ, ডিম কিনে খাওয়াই তাহলে, শিশুর স্বাস্থ্য যেমন ভালো থাকবে, তেমনি শিশু হয়ে ওঠবে মেধাবী। আর এই মেধাবী শিশুরাই আগামী দিনে আমাদের এ দেশকে নেতৃত্ব দিবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মাট বাংলাদেশ গঠন করতে হলে সুস্থ্য, সবল মেধাবী জাতি গঠন প্রয়োজন। আমরা সকলে মিলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আগামী প্রজন্মকে একটি দারিদ্রমুক্ত, ক্ষুদামুক্ত, অর্থনৈতিক সমৃদ্ধ সোনার বাংলা উপহার দিব এই প্রত্যাশা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এ সময় আর উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য বেক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031