
সোনাইমুড়ীতে সড়ক দুর্ঘটনায় চাটখিলের ব্যবসায়ী নিহত
মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল পৌর বাজারের ফল ব্যবসায়ী ও পৌর সভার ২নং ওয়ার্ড সুন্দরপুর আনন্দি বাড়ির কুটু মিয়ার ছেলে মোঃ মাসুদ আলম (৩৫) বাইক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার দুপুরে চাটখিল থেকে ব্যবসায়ীক কাজে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে সোনাইমুড়ীর আমিশাপাড়া বাজারের পশ্চিম পার্শ্বে হাজির মার্কেট নামক স্থানে রাস্তার স্পীডব্রেকারে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক ছিলেন। তার মৃত্যুতে চাটখিল পৌর বাজারের ব্যবসায়ীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।