
আগামী নির্বাচনে টাঙ্গাইলে ভোট চুরি করতে দেয়া হবে না: কাদের সিদ্দিকী
নাসরিন আক্তার রুপা: আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে কী হবে জানি না; তবে টাঙ্গাইলে একটি ভোটও চুরি করতে দেয়া হবে না বলে আওয়ামী লীগকে হুঁশিয়ারি দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের চেয়ারম্যান বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) টাঙ্গাইলের সখীপুরে নবগঠিত হতেয়া রাজাবাড়ী ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের আয়োজনে হতেয়া হাজী হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ হুঁশিয়ারি দেন।
এ সময় কাদের সিদ্দিকী বলেন, ‘২০১৮ সালে নির্বাচন হয় নাই। আগামী নির্বাচনে ভালোভাবে ভোট হতে দেন। এখনও বহু মানুষ বঙ্গবন্ধু ও আপনাকে (শেখ হাসিনা) ভালোবাসে।’
তিনি বলেন, অস্ত্র কোনো শক্তি নয়। অস্ত্র যারা চালায় তারাই শক্তি। আমরা অস্ত্র চালিয়েছি বঙ্গবন্ধুর নির্দেশে। এ কারণেই আমি বঙ্গবন্ধুর পায়ের কাছে অস্ত্র জমা দিয়েছি।
তিনি বলেন, ’মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। আমার বয়স তখন ২৫ বছর। মা-বোনরা ধর্ষিত হচ্ছে, ইজ্জত হারাচ্ছে। এ জন্যই জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম।
এ সময় বন বিভাগের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ১৫ দিনের সময় দিলাম। আপনারা গাছ পাহারা দেবেন। কারও ঘাড়ে ধরবেন না, কারও বাড়ি ভাঙবেন না। আমরা দেশ স্বাধীন না করলে আপনারা কিছুই হতে পারতেন না। আপনারা মানুষের সেবা করবেন। ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি হুমায়ুন খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সহ-সভাপতি আবদুল হালীম সরকার লাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম আবু সালেক হিটলু প্রমুখ।