
মাটিবাহী লড়ি উল্টে চালক নিহত
ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলার ধোবাউড়ায় মাটিবাহী লড়ি উল্টে রাজিব মিয়া (১৮) নামের এক লড়ি চালকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) বিকালের দিকে উপজেলা চরের ভিটার পুটিয়ারকান্দা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মোঃ রাজিব মিয়া ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার গুজিয়ারকান্দী গ্রামের মোঃ সবুজ মিয়ার ছেলে। সে পেশায় একজন লড়িচালক।
এলাকাবাসীর তথ্য অনুসারে জানা যায়,রাজিব এক লড়ি মাটি ভরে তার গন্তব্যে যাচ্ছিলেন।কিন্তু হঠাৎ করে লড়ির সামনের অংশ উপরে উঠে যায়। এসময় চালক চেষ্টা করেও লড়ি নিয়ন্ত্রণ করতে পারেনি।এ সময় রাজিব লড়িতেই ছিলেন।কিন্তু লড়িটি উল্টে গেলে রাজিব লড়ির নিচে চাপা পরে যায়।

পরে স্থানীয়রা গাড়ির ব্রেক কেটে তাকে আহত অবস্থায় উদ্ধার করে গাড়ি চালক রাজিব মিয়া (১৮) কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে
ধোবাউরা থানার উপপরিদর্শক এসআই বলেন,নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের মৃতদেহ বিনা ময়না তদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।