
যাত্রাবাড়ীতে চাঁদা তোলা নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ১
জুবায়ের আলম সৈকত ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ীতে কাঁচাবাজার আড়তে চাঁদা তোলা নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে ইমরান নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ শ্রমিক।
সোমবার (২৩ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। চাঁদাবাজি বন্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানান স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই কয়েকটি চাঁদাবাজ গ্রুপের দখলে যাত্রাবাড়ী কাঁচাবাজার এলাকা। চাঁদা তোলা নিয়ে সোমবার রাতে সংঘর্ষে জড়ায় উজ্জল গ্রুপ ও আলামিন গ্রুপ। ধাওয়া-পালটাধাওয়ার একপর্যায়ে বাজারে মধ্যেই তিন পরিবহন শ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে চাঁদাবাজরা। এ ঘটনায় আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে মারা যান ইমরান।
স্থানীয়রা জানান, যাত্রাবাড়ী কাঁচাবাজার আড়তে মালামাল নিয়ে আসা ট্রাক থেকে নানা অজুহাতে তোলা হয় কয়েক রকমের চাঁদা। এ নিয়ে প্রায়ই ঘটে সংঘর্ষ।
ব্যবসায়ীরা বলছেন, চাঁদা নিয়ে সংঘর্ষ হয়েছে। আমাদের ব্যবসায়ীদের কোনো নিরাপত্তা নেই। তাই তাদের মধ্যে সংঘর্ষে আমাদের শ্রমিক নিহত হলো।
এ ঘটনার তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান শ্রমিক নেতারা।
ঢাকা ট্রাক ট্যাংক লড়ি কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল জাব্বার বলেন, বিভিন্ন নামে বেনামে চাঁদাবাজি চলছে। এক গ্রুপ যায়, আরেক গ্রুপ আসে। একটা হলো আল আমিন গ্রুপ, আরেকটা আছে উজ্জল গ্রুপ।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। আর ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।