৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম জাতি হিসেবে স্বীকৃতি

অভিযোগ
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২২
বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম জাতি হিসেবে স্বীকৃতি

 

আন্তর্জাতিক ডেস্ক : প্রদানের ৫১তম বার্ষিকী উপলক্ষে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) ঢাকার ভারতীয় হাই কমিশনের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এ বার্তা জানানো হয়।

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গত বছরের মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরকালে উভয় দেশের প্রধানমন্ত্রী প্রতিবছর ৬ ডিসেম্বর ‘মৈত্রী দিবস’ পালনের এক যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেন।

গত বছর এই দিনে প্রথমবার ঢাকা ও দিল্লিতে দিবসটি পালিত হয়। এছাড়া একই সঙ্গে বিশ্বের ১৮টি দেশে বাংলাদেশ ও ভারতের দূতাবাসগুলো যৌথভাবে এই দিবসটি পালন করে।

উল্লেখ্য, ১৯৭১ সালে বাংলাদেশ শত্রুমুক্ত হওয়ার ১০ দিন পূর্বে ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছর মার্চ মাসে মুজিব বর্ষ উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের জন্য বাংলাদেশ সফরের সময় ৬ ডিসেম্বর মৈত্রী দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media
September 2024
T W T F S S M
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930